নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তনের তারিখ আগামী ২৪ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ সমাবর্তনে সভাপতিত্ব করতে সম্মতি জানিয়েছেন।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দ আলী রেজার সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল নোবিপ্রবির প্রথম সমাবর্তন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক একেএম সাঈদুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
প্রকাশক ও সম্পাদক: এ্যাডঃ শেলী সুলতানা
ভারপ্রাপ্ত সম্পাদক: বিএম ফরহাদ হোসেন
প্রকাশক কার্যালয়: ৫৭১, পুর্ব কাজীপাড়া,
মিরপুর, ঢাকা -১২১৬
বার্তা কক্ষ: +৮৮ ০২৯০৩০৬৭৫
ইমেইল : editor@modhusanda24.com