চট্টগ্রামের কালুরঘাট এলাকার জানে আলী হাট রেল স্টেশন এর বস্তিবাসী সুবিধা বঞ্চিত শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প করা হয়, ডাক্তার এম,এ,জি,হাসান এই ক্যাম্প টি পরিচালনা করেন সকাল ১০ টা হতে বিকেল ৪ টা প্রর্যন্ত এই ক্যাম্পের কার্যকর্ম চলতে থাকে, স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প টির সার্বিক ভাবে সহযোগিতা করেন, অসহায় দুঃস্থ মানুষের সংগঠন নাগরিক পদক্ষেপ, এই ক্যাম্প পরিচালনার দায়িত্বে ছিলেন নাগরিক পদক্ষেপ এর প্রধান সমন্বয়কারী হানিফ আহমেদ, ও চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন, স্বাস্থ্য পরীক্ষা শেষ রুগীদের মাঝে ঔষধ বিতরণ করেন হেলথ্ রাইট সোসাইটির চট্টগ্রাম জেলা শাখার সভানেত্রী শেখ হায়াতুন নেছা মেরী, সুবিধা বঞ্চিত মানুষ ও বস্তিবাসী এরকম একটি মহৎ উদ্যেগের জন্য হেলথ্ রাইট সোসাইটির নির্বাহী পরিচালক এডভোকেট শেলী সুলতানা জামান কে ধন্যবাদ জানান
প্রকাশক ও সম্পাদক: এ্যাডঃ শেলী সুলতানা
ভারপ্রাপ্ত সম্পাদক: বিএম ফরহাদ হোসেন
প্রকাশক কার্যালয়: ৫৭১, পুর্ব কাজীপাড়া,
মিরপুর, ঢাকা -১২১৬
বার্তা কক্ষ: +৮৮ ০২৯০৩০৬৭৫
ইমেইল : editor@modhusanda24.com