দুর্ভাগ্য-ই যেন বশ করেছে সুপারস্টার নেইমারকে! ইনজুরির কারণে পিএসজির হয়ে খেলতে পারেননি মৌসুমের অধিকাংশ সময়! মৌসুম শেষের দিকে চোট কাটিয়ে দলের সঙ্গে খেলছেন তবে বর্তমানে `পিএসজি’র হয়ে তিন ম্যাচের নিষেধাজ্ঞায় আছেন এই ব্রাজিলিয়ান তারকা। এরপর কোপা আমেরিকার জন্য দলে ফিরে হারিয়েছেন অধিনায়কত্ব! নেইমারের জন্য এতসব কী কম কষ্টের! দুঃখের রেশ কাটতে না কাটতেই আবারও ইনজুরিতে পড়েছেন নেইমার!
নেইমারের অধিনায়কত্বের বদলে সামনের জুনে কোপা আমেরিকায় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেস। সোমবার (২৭ মে) ব্রাজিলের ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে এমনটি জানিয়েছে।
তার ঠিক দুদিন পর মঙ্গলবার (২৮ মে) অনুশীলনের সময় হাঁটুতে চোট পান নেইমার। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন তিনি। কোপা আমেরিকা শুরুর আগে নেইমারের এই ইনজুরি দুশ্চিন্তায় ফেলেছেন পুরো দলকে। তবে সুসংবাদ এটাই যে, স্ক্যান করানোর পর রিপোর্টে উল্লেখ করা হয় নেইমারের ইনজুরি গুরুতর কিছু নয়।
দেশের মাটিতে আগামী মাসে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার জন্য নেইমারকে নিয়ে দল ঘোষণা করে ব্রাজিল কোচ তিতে। গেল শুক্রবার (১৭ মে) ২৩ সদস্যের এই দল ঘোষণা করেন তিনি। আগামী ১৪ জুন উদ্বোধনী ম্যাচে বলিভিয়ার বিপক্ষে লড়বে ব্রাজিল। গ্রুপের পরের ম্যাচগুলোতে লড়বে ভেনেজুয়েলা ও পেরুর বিপক্ষে। সূত্র: ডেইলি মেইল