নভেল করোনাভাইরাসের প্রাদূর্ভাবে নাকাল দেশের মানুষ। এর মধ্যেই বাবা হারালেন জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস।
আজ রোববার রাত ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান ইমরুলের বাবা বনি আমিন বিশ্বাস (৫৮)।
ইমরুলের পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গত ২৩ মার্চ মেহেরপুর-কাথুলি সড়কের ছহিউদ্দীন ডিগ্রি কলেজের সামনে নছিমনের (ব্যাটারি চালিত যান) ধাক্কায় গুরুতর আহত হন বনি আমিন বিশ্বাস। এরপর মুমূর্ষ অবস্থায় হেলিকপ্টারযোগে তাকে ঢাকা নিয়ে আসা হয়।
বাবার মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন ইমরুল কায়েস। সেখানেই বনি আমিনের জানাজা ও দাফন সম্পন্ন করতে পারিবারিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: এ্যাডঃ শেলী সুলতানা
ভারপ্রাপ্ত সম্পাদক: বিএম ফরহাদ হোসেন
প্রকাশক কার্যালয়: ৫৭১, পুর্ব কাজীপাড়া,
মিরপুর, ঢাকা -১২১৬
বার্তা কক্ষ: +৮৮ ০২৯০৩০৬৭৫
ইমেইল : editor@modhusanda24.com